বগুড়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষে ছাত্রলীগের ৪ কর্মী ছুরিকাহত | Daily Chandni Bazar বগুড়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষে ছাত্রলীগের ৪ কর্মী ছুরিকাহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২১ ২৩:২৮
বগুড়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষে ছাত্রলীগের ৪ কর্মী ছুরিকাহত
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষে
ছাত্রলীগের ৪ কর্মী ছুরিকাহত

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে ছাত্রলীগের একাংশের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১১ টায় কলেজ ক্যাম্পাসের পেছনে জহুরুল নগর এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রলীগ নেতা সাদিকুল ইসলাম শুভসহ ৪ কর্মী ছুরিকাহত হয়েছেন। 

জানা যায়, কলেজ ক্যাম্পাসের পেছনে জহুরুল নগর মদিনা মসজিদ এলাকায় ছাত্রলীগ নেতা শুভর তিনজন অনুসারী বসে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় স্থানীয় কিছু যুবক দুটি মোটরসাইকেল করে রাস্তা পার হওয়ার জন্য জায়গা ছেড়ে দিতে বলেন৷ এ নিয়ে ছাত্রলীগ কর্মীদের সাথে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্থানীয় ওই যুবকেরা তাদের প্রায় ৩০ থেকে ৩৫ জন অনুসারী নিয়ে ঘটনাস্থলে আসেন। অপরদিকে ছাত্রলীগ নেতা শুভ তার ১০ থেকে ১৫ জন অনুসারী নিয়ে সেখানে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে শুভসহ সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ কর্মী আকশ, হৃদয় ও আমির ছুরিকাহত হন৷ পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান৷ 
ঘটনার বিষয়টি নিশ্চিত করে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ সভাপতি বুলবুল হোসেন হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

বগুড়া সদর থানার ওসি মো: সেলিম রেজা জানান, খবর পেয়ে সেখানে পুলিশ অভিযান চালিয়েছে তবে জড়িত কাউকে সেখানে পায়নি। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তারা আইনগত ব্যবস্থা নিবেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন