বগুড়ায় অসাম্প্রদায়িক দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে বিজয় দিবস পালন | Daily Chandni Bazar বগুড়ায় অসাম্প্রদায়িক দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে বিজয় দিবস পালন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২১ ২৩:২৯
বগুড়ায় অসাম্প্রদায়িক দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে বিজয় দিবস পালন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় অসাম্প্রদায়িক দেশ গড়ার
 দৃঢ় প্রত্যয়ে বিজয় দিবস পালন

বিনম্র শ্রদ্ধা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে বগুড়ায় পালিত হলো মুজিব শতবর্ষ ও বিজয় দিবসের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। দিবসটিকে ঘিরে বর্নিল সাজে সেজেছে বগুড়া শহর। বিজয় দিবস পালনে ছিল নানা আয়োজন। রাতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনীর মাধ্যমে মহান বিজয় দিবসের সুচনা হয়। মুক্তির ফূলবাড়িতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পন করা হয়। বগুড়া শহীদ চাঁন্দু ক্রিকেট ষ্টেডিয়ামে শিশু কিশোর, কুচকাওয়াজ ও ডিসপ্লেতে সালম গ্রহণ করেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। বেলা সাড়ে ১১ টায় জেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশু চিত্রাংকন, কবিতা আবৃত্তি প্রতিয়োগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়। বেলা ১২ টায় বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্দাদের সংবর্ধনা প্রাদান করা হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। সভায় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নেয়া হয়।
এদিকে, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়া বিজয়ের সুবর্ণজয়ন্তী পালনে তিনদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠানের। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন