বগুড়ায় ১১টি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাহিদ গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়ায় ১১টি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাহিদ গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২১ ২৩:৩৩
বগুড়ায় ১১টি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাহিদ গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ১১টি মামলায় সাজাপ্রাপ্ত
পলাতক আসামী জাহিদ গ্রেফতার

প্রতারণার ১১টি মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাহিদ হোসেন খলিফা নামে একজনকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ। 

শুক্রবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে টেকনাফ থেকে গত বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারে সহায়তা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ এর টেকনাফ ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতারকৃত জাহিদ হোসেন বগুড়া সদর উপজেলার কাটনারপাড়া এলাকার বাসিন্দা। তিনি পরিবারসহ প্রায় ১১ বছর ধরে পলাতক ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেন গ্রেফতারি অভিযানের নেতৃত্বে থাকা বগুড়া সদর থানার এসআই জাকির আল আহসান।

এ প্রসঙ্গে বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, জাহিদ খলিফা ১১টি মামলায় সাজাপ্রাপ্ত আসামী হয়ে ১১ বছর ধরে পলাতক ছিলেন। এছাড়াও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও আরও ৯ টির মত প্রতারণার মামলা আছে। তারাও সাজাপ্রাপ্ত হয়ে পলাতক রয়েছেন। এই পরিবারের (জাহিদসহ তার স্ত্রী, সন্তান, পুত্রবধু) বিরুদ্ধে চার কোটিরও বেশি টাকা আত্মসাতের প্রায় ২০টি প্রতারণার মামলা আছে। সবগুলো মামলারই সাজা নিয়ে তারা আত্মগোপনে আছেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর সহযোগিতা নিয়ে টেকনাফ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ঐ পরিবারের ওয়ারেন্টভুক্ত বাকি সদস্যদের গ্রেফতারেও অভিযান চলমান রয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন