
জয়পুরহাটে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা পরিষদ টাউন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি এ্যাড. হৃষিকেশ সরকার। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এ্যাড. নৃপেন্দ্র নাথ মন্ডল পিপি। প্রধান অতিথির বক্তব্য জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, প্রধান বক্তা পূজা উদযাপন পরিষদ কেন্দীয় কমিটির সহ-সভাপতি অনিল কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক রমেন মন্ডল, বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলন এর দ্বিতীয় অধিবেশনে এ্যাড. হৃষিকেশ সরকার কে সভাপতি ও প্রভাষক সুমন কুমার সাহা কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন