
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বগুড়ায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে শনিবার বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা এবং সকালে বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের বগুড়া জেলা শাখার সভাপতি গৌতম কুমার দাসের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বগুড়া এ্যাডভোকেটস্ বার সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মতিন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস.এম শাহজাহান, বগুড়া নজরুল পরিষদের সভাপতি এ্যাড. মন্তেজার রহমান মন্টু, বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: এস এম মিল্লাত হোসেন, বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শিল্পী সজল মাহমুদ। এছাড়াও সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জি.এম পারভেজ ড্যারিন, অরুণ তালুকদার, মোহাম্মদ আলী শান্ত, অভি দাস, নওশোভা রহমান প্রমুখ। এছাড়াও সংগঠনটির উদ্যোগে একই দিন বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে যার সকালে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গ্রাম থিয়েটার কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন