
দুর্ঘটনায় এক পা হারানো এবং চলাফেরায় অক্ষম বগুড়ায় ভাসমান চা-পান বিক্রেতা যুবক রাকিবুল ইসলাম রাকিব কে চলাচলে সহায়ক ক্র্যাচার দিয়ে পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা পভারটি ডেভেলপমেন্ট প্রোজেক্ট (পিডিপি) বগুড়া।
শনিবার বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠের একপাশে ছোট্ট দোকানের মাধ্যমে কোনভাবে পবিবার নিয়ে জীবনযাপন করা রাকিবের হাতে এই ক্র্যাচার তুলে দিয়ে তাকে উৎসাহ প্রদানের মাধ্যমে মানবিক আরও সহযোগিতার আশ্বাস দেন পিডিপি বগুড়ার নির্বাহী পরিচালক বজলুর রহমান বাপ্পী। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায় এবং সংস্থার উপদেষ্টা ও দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায়। প্রতিবন্ধী দিবসে সদ্য ৫ জন কে হুইল চেয়ার প্রদানসহ মানবিক এমন কার্যক্রম প্রসঙ্গে বজলুর রহমান বাপ্পী বলেন, সমাজের হাজারো মানুষ আছে যারা তাদের প্রতিবন্ধকতা কে জয় করে পরিশ্রমের মাধ্যমে সৎভাবে জীবনযাপন করছে। এক পায়ের উপর ভর করে শুধুমাত্র চা-পান বিক্রয় করে রাকিব যেভাবে পরিবারের হাল ধরেছে তা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। তার পাশে সমাজের অন্যান্য সামর্থ্যবান মানুষেরও এগিয়ে আসা উচিত এবং তার পা কৃত্রিমভাবে প্রতিস্থাপন করা যায় কি না সেই লক্ষ্যে তিনি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন। উল্লেখ্য, আবারো দুই পায়ে ভর করে হাঁটার স্বপ্নে হোক না সেটি কৃত্রিম উপায়ে এই প্রত্যাশায় যুবক রাকিব ক্র্যাচার এর উপর ভর করে আলতাফুন্নেছা মাঠের এক কোণায় ছোট্ট একটি বাক্সে অল্প পুঁজিতে চা-পান বিক্রয়ের মাধ্যমে পরিবার চালিয়ে যাচ্ছে বেশ হাসিমুখেই যদিও সে হাসির পিছনে রয়েছে অজানা নানা কষ্ট।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন