বগুড়ায় কারাগারে ৭২০ বন্দি করোনার টিকা পেল | Daily Chandni Bazar বগুড়ায় কারাগারে ৭২০ বন্দি করোনার টিকা পেল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২১ ০০:০১
বগুড়ায় কারাগারে ৭২০ বন্দি করোনার টিকা পেল
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় কারাগারে ৭২০ বন্দি করোনার টিকা পেল

বগুড়া জেলা কারাগারের এক হাজার ৭২০ বন্দিকে করোনার টিকা (ভ্যাকসিন) দেওয়া হয়েছে। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক।

এর আগে শুক্রবার সকাল থেকে বিকেলে পর্যন্ত কারাগারের বন্দি থাকা কয়েদি (সাজাপ্রাপ্ত) ও হাজতিদের করোনা টিকার প্রথম ডোজ (ফাইজার) দেওয়া হয়। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলে। একমাস পর একইভাবে তাদেরকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে। এরমধ্যে কেউ জামিনে বের হয়ে আসলে টিকা কার্ড দেখালেই তারা টিকার দ্বিতীয় ডোজ পাবেন।
ডা. সাজ্জাদ-উল-হক আরো জানান, জেলার সকল নাগরিক-বাসিন্দাকে করোনা ভ্যাকসিনের আওতায় আনা হবে। এরই অংশ হিসেবে কারাবন্দিদেরও ভ্যাকসিন দেয়া হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন