
বগুড়া শহরের গোদারপাড়া ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কামরান হোসেন রিগ্যান (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত কামরান হোসেন রিগ্যান (২৩) কাহালু উপজেলার শেখাহার এলাকার বাসিন্দা। শনিবার দুপুর দেড়টায় বগুড়া-নওগাঁ সড়কের গোদারপাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কামরান হোসেন মোটরসাইকেলে করে দুপুরে নওগাঁ সড়ক দিয়ে নিজের বাড়ি শেখাহার এলাকার দিকে রওনা দেন। একই সময় মালামালসহ একটি ট্রাকও নওগাঁর দিকে যাচ্ছিল। পথে গোদারপাড়া বাজার এলাকায় ট্রাক ঘেঁষে ওভারটেক করতে যান কামরান। এমন সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে ট্রাকের পিছনের চাকা তার মাথার উপরে উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
বগুড়ার সদর থানার উপ পরিদর্শক মো: মাসুদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন