
‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা: অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ প্রতিপাদ্যতে বগুড়ায় শনিবার নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বগুড়ার আয়োজনে এবং জেলা প্রশাসন ও টিটিসি বগুড়ার সহযোগিতায় দিবসটিতে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালী বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় হতে সাতমাথা হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী পরবর্তী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ এর সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষ করতোয়ায় দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক। সভায় জেলা প্রশাসক দেশের অর্থনীতিতে অভিবাসীদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে অভিবাসীদের উপার্জিত অর্থের সঠিক বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে নিরাপদ অভিবাসনের সঠিক বার্তা পৌঁছে দিতে হবে। দক্ষ হয়ে বৈধ উপায়ে বিদেশ গেলে আরও অধিক রেমিটেন্স অর্জন সম্ভব হবে। এছাড়াও ডিসি জিয়াউল হক আরো বলেন, বর্তমান সরকার আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানা সুযোগ সৃষ্টি করেছে এখন সময় সাধারণ মানুষের সেই সুযোগগুলো কাজে লাগানোর যেখানে প্রয়োজন শুধু সদিচ্ছার। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বগুড়ার সহকারী পরিচালক জনাব মো: আতিকুর রহমান এর সার্বিক পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: মজিবর রহমান মজনু এবং সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এসময় সভায় উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বগুড়ার অধ্যক্ষ সুশান্ত কুমার রায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর ইভিপি ও জোনাল চিফ মোঃ আব্দুস সোবহান, বগুড়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্র (বিকেএলটিসি) বগুড়ার পরিচালক শাহীনুর রহমান শাহীনসহ জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকতা, জনপ্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধি, অভিবাসী পরিবারের সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অনেকে। সভা পরবর্তী এই বছর দিবসটিতে জেলায় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসেবে মো: সামছুজ্জামান, শেফালী বেগম এবং সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বগুড়া জোন কে অভিবাসী দিবস সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), ব্র্যাক লার্নিং সেন্টার ও আঞ্চলিক কার্যালয়, বগুড়া এবং আল ফারিয়া রিক্রুটিং এজেন্সি এ্যান্ড ট্রাভেলিং এর স্বত্বাধিকারী মো: আলীমান হাকিম খোকাকে অভিবাসী কর্মীদের দক্ষ ও প্রশিক্ষিত করা এবং প্রবাস গমণেচ্ছু ও প্রবাসী কর্মীদের সহযোগিতায় অবদান রাখার জন্য অভিবাসী দিবস সম্মাননায় ভূষিত করা হয়। যাদের প্রত্যেকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক। এছাড়াও বিকেলে টিটিসি মিলনায়তনে প্রবাস গমণেচ্ছু ও প্রবাসী কর্মীদের উপস্থিতিতে বাউল শিল্পীদের অভিবাসন সংক্রান্ত গান এবং সচেতনতামূলক গম্ভীরা পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর সমাপ্তি হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন