বাগদাদে জোড়া রকেট হামলা | Daily Chandni Bazar বাগদাদে জোড়া রকেট হামলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২১ ১৬:৪৭
বাগদাদে জোড়া রকেট হামলা
অনলাইন ডেস্ক

বাগদাদে জোড়া রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত গ্রিন জোন এলাকাকে লক্ষ্য করে দুটি রকেট হামলা চালানো হয়েছে। এই এলাকার মধ্যে মার্কিন দূতাবাস রয়েছে। স্থানীয় সময় রোববার (১৯ ডিসেম্বর) সকালে এ রকেট হামলা হয়।

ইরাকি নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে বলা হয়, বাগদাদের গ্রিন জোনকে লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়েছে। একটি রকেট আকাশে থাকা অবস্থায় ভূপাতিত করা হয়। অপর রকেটটি ভূমিতে এসে পড়ে। এতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ইরাকের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, যে রকেটটিকে আকাশে থাকা অবস্থায় ভূপাতিত করা হয়, সেটি মার্কিন দূতাবাসের কাছেই পড়েছে। তবে এতে কোনো আমেরিকান হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা। দ্বিতীয় রকেটটি পড়েছে মার্কিন দূতাবাস থেকে ৫০০ মিটার দূরের একটি স্থানে।

বাগদাদের গ্রিন জোনে বিদেশি দূতাবাসগুলো অবস্থিত। প্রায় সময় দূতাবাস ও সরকারি ভবনকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র ও ইরাকের সরকার অভিযোগ করে আসছে ইরানসমর্থিতরা এ হামলা চালাচ্ছে। যদিও এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

সূত্র: রয়টার্স

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন