![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
শিশুদের প্রায় ১০ লাখ পর্ন ভিডিও ও ছবিসহ ইতালির এক সঙ্গীতশিল্পীকে আটক করেছে দেশটির পুলিশ। শনিবার ইতালির মারচে অঞ্চলের উপকূলী শহর অ্যানকোনা থেকে ৪৯ বছর বয়সী ওই ব্যক্তিকে আটক করা হয়।
জানা গেছে, ওই সঙ্গীতশিল্পী ২০ বছর ধরে এসব ছবি ও ভিডিও সংগ্রহ করছিলেন। ওই ব্যক্তি এসব ছবি ও ভিডিও তার কম্পিউটারের হার্ডডিস্ক, অপটিক্যাল মিডিয়া ও স্মার্টফোনে সংরক্ষণ করে রেখেছিলেন। এমনকি ভুক্তভোগীদের বয়স, ছবি ও ভিডিওর ধরন অনুযায়ী এগুলো বিভিন্ন ফোল্ডারে সাজিয়ে রেখেছিলেন তিনি।
উল্লেখ্য, শিশুদের সঙ্গীত বিষয়ে শিক্ষাদান করতেন ওই সঙ্গীতশিল্পী। তবে তার বিরুদ্ধে যৌন হয়রানির কোনো প্রমাণ মেলেনি। ২০ বছর ধরে এই কাণ্ড করে চলা এই ব্যক্তি ইতালির উপকূলীয় শহর অ্যানকোনার অধিবাসী।
সূত্র : এএফপি, এনডিটিভি।.
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন