২ বিয়ে নিয়ে কলহ, স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কাটলেন ছোট স্ত্রী | Daily Chandni Bazar ২ বিয়ে নিয়ে কলহ, স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কাটলেন ছোট স্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২১ ০৯:৪২
২ বিয়ে নিয়ে কলহ, স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কাটলেন ছোট স্ত্রী
অনলাইন ডেস্ক

২ বিয়ে নিয়ে কলহ, স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কাটলেন ছোট স্ত্রী

গাজীপুর সদর উপজেলায় দুই বিয়ে নিয়ে কলহের জেরে স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কেটে দিয়েছে ছোট স্ত্রী। এ ঘটনায় ওই গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভুক্তভোগী স্বামী শামীম (৩৮) দুই স্ত্রীকে নিয়ে শিরিরচালায় ভাড়ায় থাকেন। পিকআপভ্যান গাড়িচালক শামীম নাটোরের বাগাতিপাড়া থানার নুরপুর মালচি গ্রামের হাতেম আলী ছেলে। অভিযুক্ত ছোট স্ত্রী শিউলি বেগম কুড়িগ্রামের রৌমারি থানার নতুন বন্দর গ্রামের সোলায়মানের মেয়ে। 

এ ঘটনায় রবিবার সকালে শামীমের বড় স্ত্রী ফজিলা বেগম (৩৭) বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামি শিউলি বেগমকে গ্রেফতার করে।
স্থানীয়রা জানান, শামীম দু’টি বিবাহ করেন এতে তাদের পারিবারিক কলহের জের ধরে ছোট স্ত্রী স্বামীর ‘বিশেষ অঙ্গ’ একটি ধারালো ব্লেড দিয়ে কেটে ফেলে। এ সময় ভিকটিম শামীমের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে প্রথমে স্থানীয় কাজী হাসপাতাল কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামীর ‘বিশেষ অঙ্গ’ ব্লেড দিয়ে কেটে ফেলেছেন ছোট স্ত্রী। তাকে শিরিরচালা এলাকা থকে গ্রেফতার করে রবিবার দুপুরে গাজীপুর জেলার জেল হাজতে পাঠানো হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন