![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
পানামা কেলেঙ্কারিতে আরো বিপাকে বচ্চন পরিবার। এবার ঐশ্বর্য রাই বচ্চনকে তলব করল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, সাবেক বিশ্বসুন্দরীকে জিজ্ঞাসাবাদের জন্যই তলব করেছে ইডি। ইডি সূত্রের খবর, এর আগেও বার দু’য়েক ঐশ্বর্যকে তলব করার সিদ্ধান্ত নিয়েছিল ইডি। কিন্তু দু’বারই বচ্চন পরিবারের বধূ তদন্তকারীদের চিঠি দিয়ে নিষ্কৃতির আবেদন করেছিলেন। সেই আবেদন গ্রহণও করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু এবার ঐশ্বর্যকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সেকারণেই আজ তাকে তলব করা হয়েছে বলে সূত্রের দাবি।
ইডি সূত্রের খবর, ঐশ্বর্য রাই বচ্চনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে। সেসব নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদিও ঐশ্বর্য হাজিরা দেবেন কিনা সেটা এখনও স্পষ্ট। প্রসঙ্গত, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী পানামা কেলেঙ্কারিতে অভিযুক্তদের তালিকায় সবার উপরে নাম রয়েছে অমিতাভ বচ্চনের। ওই তালিকায় রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চনও। বেশ কিছুদিন ধরেই ইডি এবং আয়কর বিভাগ পানামা পেপার কান্ডে তদন্ত করছে। ভারতের পাশাপাশি বিদেশেও পাঠানো হয়েছে তদন্তকারী দল। এক শীর্ষ আয়কর কর্মকর্তা জানিয়েছেন, জোরকদমে তদন্ত চলছে। একাধিক দেশ থেকে এই সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, ঐশ্বর্যর পাশাপাশি অমিতাভ বচ্চনের বিরুদ্ধেও তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, ২০১৬ সালে ‘মোসাক ফনসেকা’ নামের সংস্থাটি থেকে ‘পানামা পেপার্স’ ফাঁস হয়েছিল। ওই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বিশ্বের প্রায় ৫০টি দেশের শতাধিক প্রভাবশালী ব্যক্তির। অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন ভারতের নাগরিক। পানামা কান্ডের তদন্ত করতে একটি আন্তর্জাতিক স্তরে গঠন করা হয়েছে একটি ‘টাস্ক ফোর্স’। সেখানে রয়েছেন ভারতীয় তদন্তকারীরাও।
সূত্র : টাইমস নাউ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন