বগুড়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar বগুড়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২১ ২০:০২
বগুড়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির
অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন, করতে হবে জাতীয়করণ’ স্লোগানে বগুড়ায় বুধবার দিনব্যাপী শহরের টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) বগুড়া জেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাশিস বগুড়া জেলা শাখার সভাপতি ইকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একজন শিক্ষকের কোন অবসর বা ছুটি নেই কারণ আমৃত্যু তারা জ্ঞানের আলো বিকশিত করে থাকে। যে জাতিতে শিক্ষকের পেটে ক্ষুধা থাকে সে জাতি কখনোই সমৃদ্ধ হতে পারেনা। তিনি বলেন শিক্ষা ও বিজ্ঞানে জাতিকে বড় করার যে স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু দেখেছিলেন তার সুযোগ্য কণ্যা বর্তমান প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে তা পূরণ করে যাচ্ছে। পর্যায়ক্রমে বর্তমান সরকার হাজারো শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তকরণসহ শিক্ষকদের ন্যায্য যতগুলো অধিকার রয়েছে তা তিনি বাস্তবায়ন করেছেন। তিনি বলেন বেসরকারি শিক্ষা ব্যবস্থাকেও সরকার সুবিধাজনক সময়ে জাতীয়করণ করবেন আর এক্ষেত্রে তারাও তাদের অবস্থান থেকে বাশিসের দাবিসমূহ সংশ্লিস্ট দপ্তরে পৌঁছানোর প্রয়াস করবেন। বাশিস কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আব্দুল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম রনি এবং বাশিস এর উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ফজর আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিএমএসএস বগুড়ার নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন এবং জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ। এসময় বাশিস বগুড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আল মামুন সরদার, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক নূর রায়হান, অর্থ সম্পাদক মোস্তাক আহম্মেদসহ বাশিস জেলা ও কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বগুড়া জেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে সারাদেশের বেসরকারি শিক্ষকদের পক্ষে আলোচকরা বলেন, হাজারো না পাওয়ার ভিড়ে বর্তমান সরকার অনেকটাই দিয়েছে কিন্তু তারপরেও বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন আজও বাস্তবায়ন হয়নি। দীর্ঘ বছরেও সেই একই ২৫% বোনাস যা দিয়ে উৎসবের দিন কোন উদযাপন না হলেও বুক ফাটা আর্তনাদ থাকে শুধু। বেতন বৈষম্যে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির নামে জিম্মিদশায় থেকে যে কষ্ট তা থেকে মুক্তি চেয়ে বাশিস নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বেসরকারি শিক্ষা ব্যবস্থা কে দ্রুততম সময়ে জাতীয়করণের জোর দাবি জানিয়েছেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন