মিয়ানমারে জেড পাথরের খনিতে ভূমিধসে নিহত ৩, নিখোঁজ ৭০ | Daily Chandni Bazar মিয়ানমারে জেড পাথরের খনিতে ভূমিধসে নিহত ৩, নিখোঁজ ৭০ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২১ ১৩:২৮
মিয়ানমারে জেড পাথরের খনিতে ভূমিধসে নিহত ৩, নিখোঁজ ৭০
অনলাইন ডেস্ক


মিয়ানমারে জেড পাথরের খনিতে ভূমিধসে নিহত ৩, নিখোঁজ ৭০

মিয়ানমারের চীন সংলগ্ন কাচিন রাজ্যের পাকান্ত শহরে বুধবার ভোর রাত চারটার দিকে জেড পাথরের এক খনিতে ভূমিধসে তিনজন প্রাণ হারিয়েছেন৷ আহত হয়েছেন ২৫ জন৷ এখনও নিখোঁজ কমপক্ষে ৭০ জন৷

সবুজ রংয়ের প্রায়-স্বচ্ছ একটি পাথর হচ্ছে জেড৷ বিশ্বের মোট জেড পাথরের ৯০ শতাংশ পাওয়া যায় মিয়ানমারে৷ চীনে জেড পাথরের অনেক জনপ্রিয়তা আছে৷ ফলে মিয়ানমারের আয়ের একটি বড় অংশ আসে জেড পাথর বিক্রি থেকে৷ ওয়াচডগ গ্লোবাল উইটনেসের ধারনা, ২০১৪ সালে এই খাতের মূল্য ছিল প্রায় ৩১ বিলিয়ন ডলার বা দুই লাখ ৬৬ হাজার কোটি বাংলাদেশি টাকা৷

মিয়ানমারের পাকান্ত শহরে জেড পাথরের সবচেয়ে বেশি খনি রয়েছে৷ তাই মিয়ানমারের প্রায় সব জায়গা থেকে শ্রমিকরা সেখানে ভিড় করেন৷ অনেকে বড় খনি কোম্পানিতে চাকরি পান৷ বাকিরা কোম্পানির ফেলে দেয়া ময়লা থেকে পাথর খুঁজে পাওয়ার চেষ্টা করেন৷ তবে এখনও নিয়ম মেনে মূল্যবান এই খাত পরিচালনা করা সম্ভব হয়নি৷

অং সান সু চির সরকার ক্ষমতায় আসার পর এই খাত নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছিল৷ কিন্তু কাজ তেমন একটা হয়নি৷ ফলে কাচিন রাজ্যের খনি ও সেখান থেকে পাওয়া অর্থের নিয়ন্ত্রণ নিতে কাচিনের বিচ্ছিন্নতাবাদী ও সামরিক বাহিনীর মধ্যে প্রায় সংঘাত হয়ে থাকে৷ এতে অনেক সাধারণ মানুষও মারা পড়েন৷

এছাড়া সরকারের নিয়ন্ত্রণ না থাকায় নিরাপত্তা নিশ্চিত না করেই শ্রমিকরা পাথর উত্তোলনে নেমে পড়েন৷ ফলে প্রতিবছর দুর্ঘটনায় অনেকে মারা যান৷ গতবছর জুলাইতে পাকান্তে এক খনি দুর্ঘটনায় ১৭০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন৷ ২০১৫ সালে আরেক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন ১১৬ জন৷

 সূত্র: এএফপি, রয়টার্স, ডিপিএ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন