জাপান থেকে আরো ৭ লাখ টিকা এসেছে | Daily Chandni Bazar জাপান থেকে আরো ৭ লাখ টিকা এসেছে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২১ ১৪:০৪
জাপান থেকে আরো ৭ লাখ টিকা এসেছে
অনলাইন ডেস্ক

জাপান থেকে আরো ৭ লাখ টিকা এসেছে

জাপান থেকে আরও ৭ লাখ ১০ হাজার ৪০০ টিকা বাংলাদেশে এসেছে। গতকাল বুধবার ঢাকার জাপান দূতাবাস এ তথ্য জানান।

সূত্র জানায়, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৭ লাখ ১০ হাজার ৪০০ অ্যাস্ট্রাজেনেকার টিকার চালান ঢাকায় এসে পৌঁছেছে। এর আগে ১৪ ডিসেম্বর জাপান থেকে ৭ লাখ ৮৮ হাজার ২০০ টিকার চালান দেশে পৌঁছে। এ নিয়ে দ্বিতীয় দফায় জাপান বাংলাদেশকে প্রায় ১৫ লাখ টিকা উপহার দিল। করোনাভাইরাস নিয়ন্ত্রণে প্রথম দফায় জাপান বাংলাদেশকে ৩০ লাখ টিকা উপহার দেয়। দুই দফায় সব মিলিয়ে জাপান ৪৫ লাখ টিকা উপহার দিয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন