‌‘মরে যাব’ স্ট্যাটাসের ১৩ দিন পর সড়ক দুর্ঘটনায় মৃত্যু | Daily Chandni Bazar ‌‘মরে যাব’ স্ট্যাটাসের ১৩ দিন পর সড়ক দুর্ঘটনায় মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২১ ১৫:১১
‌‘মরে যাব’ স্ট্যাটাসের ১৩ দিন পর সড়ক দুর্ঘটনায় মৃত্যু
অনলাইন ডেস্ক

‌‘মরে যাব’ স্ট্যাটাসের ১৩ দিন পর সড়ক দুর্ঘটনায় মৃত্যু

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মরে যাব’ ক্যাপশনে স্ট্যাটাস দেওয়ার মাত্র ১৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজেদুল ফয়সাল। বুধবার (২২ ডিসেম্বর) দিনগত রাতে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন এলাকায় মোটরসাইকেল ও ভটভটির সংঘর্ষে নিহত হন তিনি।

নিহত ফয়সালের ব্যক্তিগত ফেসবুক আইডি ঘেঁটে দেখা গেছে, গত ৯ ডিসেম্বর তিনি পিকুল দাশ জয় নামের এক ব্যক্তির একটি স্ট্যাটাস শেয়ার করেন। শেয়ারের সময় তিনি লেখেন, ‌‘একদিন মরে যাবো ড্রেনে পড়ে, খুঁজলেও আর পাবে না।’ পিকুল দাশের ওই স্ট্যাটাসে চট্টগ্রামের নালায় পড়ে শিশু মো. কামাল নিখোঁজ হওয়ার বিষয় ছিল।

এদিকে, ফয়সালের এমন স্ট্যাটাসের পর মারা যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না তার বন্ধু-স্বজনরা। এ পর্যন্ত তার ওই স্ট্যাটাসে ৪৭৩ জন ফেসবুক বন্ধু রিঅ্যাক্ট করেছেন। এর মধ্যে ৪৫২ জনই 'স্যাড' রিঅ্যাক্ট দেন। একই পোস্টে ৭১ জন মন্তব্য করেন।

তাদের মধ্যে যে পিকলু দাশের স্ট্যাটাস শেয়ার করা হয়েছিল, তিনি লেখেন, ‘মানুষ মরার আগে মনে হয় জেনে যায়, তাই না? আমার পোস্টটাই তাই শেয়ার করলি? আর আমারে বানাই গেলি অপরাধী।’

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে ফয়সাল তার বন্ধু আকিব হোসেনের সঙ্গে ফটিকছড়ি থেকে ফিরছিলেন। ওইদিন দুপুরে তারা আকিবের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছিলেন। তাদের দুজনের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন এলাকায়। ফেরার পথে তাদের গাড়ির সঙ্গে ভটভটির সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম  বলেন, আজ (বৃহস্পতিবার) জানাজার নামাজ শেষে ফয়সালকে দাফন করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন