বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৯ | Daily Chandni Bazar বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৯ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২১ ০০:৫২
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৯
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ডাকাতির  প্রস্তুতিকালে গ্রেফতার ৯

বগুড়ায় র‌্যাব-১২ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৯জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, ডাকাতির প্রস্তুতিকালে ৯ জনকে  পাঁচটি ছুরি, একটি রশি এবং মোবাইল ফোণসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়ার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, বৃহস্পতিবার মধ্যরাতে বগুড়া সদর উপজেলার মহিষাবান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া শহরের চেলোপাড়ার নুরু মিয়ার ছেলে মো: রুবেল (২৭), লাইনপট্টি এলাকার মোয়াজ্জেম গাজীর ছেলে বেলাল গাজী (৫০), চেলোপাড়ার মৃত মদন চৌধুরীর ছেলে ব্রজ (৩০), মৃত আনোয়ার হোসেনের ছেলে ইমরান হোসেন (২২), উত্তর চেলোপাড়ার জীবন দাস (৩২), মৃত চিনা ব্যাপারীর ছেলে ভোট মিয়া (৩৮), মৃত লাল্টুর ছেলে কাজল (২৩), ফুলবাড়ি উত্তরপাড়ার মৃত আবজাল হোসেনের ছেলে শাফি খাঁ (৩০) এবং মৃত শকম ব্যাপারীর ছেলে রবিউল (২৮)।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন