সীতাকুণ্ডে শিপইয়ার্ডে আগুন, দুই শ্রমিক দগ্ধ | Daily Chandni Bazar সীতাকুণ্ডে শিপইয়ার্ডে আগুন, দুই শ্রমিক দগ্ধ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২১ ১২:৫৩
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে আগুন, দুই শ্রমিক দগ্ধ
অনলাইন ডেস্ক

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে আগুন, দুই শ্রমিক দগ্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে যমুনা শিপইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুজন শ্রমিক দগ্ধ হয়েছেন। আগুন থেকে বাঁচতে লাফিয়ে পড়ে আহত হয়েছেন আরও দুজন শ্রমিক।

দগ্ধরা হলেন—সোহেল রানা ও জাহিদ হাসান। আহতরা হলেন- ফিরোজ ও মিজানুর রহমান। তাদের চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শীতলপুরে অবস্থিত কারখানায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে রওনা করে কুমিরা ফায়ার স্টেশনের একটি টিম। তবে পথিমধ্যে আগুন নিভে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ফিরে যান।’

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার  বলেন, ‘সকালে শিপইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দুজন দগ্ধ হয়েছেন। অন্য দুজন লাফিয়ে পড়ে হাতে এবং কোমরে আঘাত পেয়েছেন।’

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন