বগুড়ায় সরিষা দানায় স্বাধীনতা যুদ্ধের চিত্রপট আঁকলেন চিত্রশিল্পী তারিকুল | Daily Chandni Bazar বগুড়ায় সরিষা দানায় স্বাধীনতা যুদ্ধের চিত্রপট আঁকলেন চিত্রশিল্পী তারিকুল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২১ ২০:০৯
বগুড়ায় সরিষা দানায় স্বাধীনতা যুদ্ধের চিত্রপট আঁকলেন চিত্রশিল্পী তারিকুল
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় সরিষা দানায় স্বাধীনতা যুদ্ধের 
চিত্রপট আঁকলেন চিত্রশিল্পী তারিকুল

৫০ বর্গফুট ক্যানভাসে সরিষা দানা ব্যবহার করে স্বাধীনতা যুদ্ধের সময় ঘটে যাওয়া নানা ঘটনা কে তুলে ধরলেন তরুণ চিত্র শিল্পী তারিকুল ইসলাম। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রবিবার বিকেলে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে তরুণ চিত্রশিল্পী তারিকুল ইসলাম এর দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী উদ্বোধন হয়েছে। বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। তিনি ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন শেষে চিত্রকর্ম পরিদর্শন করেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার শাহাদাৎ হোসেন, মাটিডালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহবুব হামিদ তারা, ডিবিসি নিউজ বগুড়া প্রতিনিধি রাকিব জুয়েল, মাটিডালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মিয়া, শিক্ষক আমজাদ হোসেন শোভন। অনুষ্ঠানে জেলা প্রশাসক এমন ব্যতিক্রমি চিত্র প্রদর্শনী আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে শিল্পিকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ প্রদর্শনী পরিদর্শন করেন।

চিত্রশিল্পী তারিকুল ইসলাম জানান, ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এই প্রেক্ষিতে ৫০ বর্গফুট ক্যানভাসে সরিষা দানা ব্যবহার করে স্বাধীনতা যুদ্ধের সময় ঘটে যাওয়া নানা ঘটনা কে তুলে ধরার এই ছোট্ট প্রয়াস। এ প্রদর্শনী সোমবার পর্যন্ত চলবে বলে তিনি জানান।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন