
৪ দিনব্যাপি চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারিদের সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে শেষ হলো ২য় বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১। রোববার আনুষ্ঠানিকভাবে শেষ হয়। পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ, বগুড়া’র আয়োজনে গত ২৩ ডিসেম্বর বগুড়া জিলা স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে শুরু হয় উৎসবটি। একই সাথে শুরু হয় বগুড়ার ১৫ জন শিক্ষার্থীকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা। তিনদিনে প্রদর্শিত হয় নির্বাচিত ৪৩ টি চলচ্চিত্র। গত ২৫ ডিসেম্বর মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শণী শেষে পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রেরনাম ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ বকুল, এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, কবিরাজ তরুণ কুমার চক্রবর্ত্তী, আবু সায়ীদ সিদ্দীকি, আরিফুজ্জামান আরিফ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেরদৌস ওয়াহিদ সুমন।
উৎসব পরিচালক সুপিন বর্মন জানান, বিশে^র ১৫টি দেশের ১৮০টি চলচ্চিত্র থেকে ৪৩টি নির্বাচিত চলচ্চিত্র নিয়ে৩ দিনব্যাপি এই বর্ণাঢ্য আয়োজন করা হয়। আয়োজনের কর্মসূচীতে ছিলো চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা যেখানে মুখ্য প্রশিক্ষক হিসেবে ছিলেন নির্মাতা খন্দকার সুমন। উৎসবে ৫ ক্যাটাগরিতে ৪টি চলচ্চিত্রকে শ্রেষ্ঠত্বেরবিচারে ৪টি এ্যাওয়ার্ড প্রদান করা হয়।চিলড্রেন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে ভারতের চলচ্চিত্র কুকলি, নতুন নির্মাতার চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে বাংলাদেশ থেকে ফারহানুর ইমতিয়াজের চলচ্চিত্র সেভেন বিউটিফুল আওয়ারস, ইন্টারন্যাশনাল ক্যাটারিতে শ্রেষ্ঠ স্বল্প দৈর্ঘ্যর পুরস্কার পায় বাংলাদেশের চলচ্চিত্র ইথিকস এবং আন্তর্জাতিক ডকুমেন্টারি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে ভারতের চলচ্চিত্রএন অ্যামবিজিয়াস ভয়েজ।এই বারের উৎসবে এ্যাওয়ার্ডের বিচারকার্য পরিচালনা করেছেন ৪ দেশের ৫ জন খ্যাতনামা নির্মাতা। বিচারকার্য পরিচালনার জন্য উৎসবেজুরি মেম্বার হিসেবে ছিলেন বাংলাদেশ থেকে নির্মাতা প্রসূন রহমান, মেহেদী হাসান, নেপাল থেকে সাবনাম মুখিয়া, ভারত থেকে সোম চক্রবর্তী এবং ইরান থেকে মাহাদী গাদারি। দেশীয় চলচ্চিত্রের বিকাশ ওচলচ্চিত্রে সমকালীন দর্শক তৈরির লক্ষে আয়োজন করা হয় এই উৎসব।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন