বুড়িগঞ্জ ইউপির সাবেক মেম্বার মতিয়ার রহমান বুলু’র ইন্তেকাল | Daily Chandni Bazar বুড়িগঞ্জ ইউপির সাবেক মেম্বার মতিয়ার রহমান বুলু’র ইন্তেকাল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২১ ২১:১০
বুড়িগঞ্জ ইউপির সাবেক মেম্বার মতিয়ার রহমান বুলু’র ইন্তেকাল
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

বুড়িগঞ্জ ইউপির সাবেক মেম্বার 
মতিয়ার রহমান বুলু’র ইন্তেকাল

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউপির বিলহামলা গ্রামের মৃত মালেক মাস্টারের কনিষ্ঠ পুত্র সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান বুলু (৮৫) বার্ধক্যজনিত কারণে গত ২৫ ডিসেম্বর (শনিবার) দিবাগত রাতে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।  (ইন্না...রাজিউন)। মরহুমের নামাজে জানাজা ২৬ ডিসেম্বর রবিবার বাদ যোহর বুড়িগঞ্জ বিলহামলা বটতলা জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে স্ত্রী এক ছেলে এক মেয়ে রেখে গেছেন। জানাজার পূর্বমুহূর্তে বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করে স্মৃতি চারণমূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নব-নির্বাচিত ইউপি সদস্য আবুল কালাম আজাদ, শিক্ষক তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মন্ডল, শিক্ষক নেহারুল ইসলাম, শিক্ষক মোজাম্মেল হক ঠান্ডা। 

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন