আমিরাতে শেষ হচ্ছে পরিবারকেন্দ্রিক একচেটিয়া ব্যবসা | Daily Chandni Bazar আমিরাতে শেষ হচ্ছে পরিবারকেন্দ্রিক একচেটিয়া ব্যবসা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২১ ১৮:৩৩
আমিরাতে শেষ হচ্ছে পরিবারকেন্দ্রিক একচেটিয়া ব্যবসা
অনলাইন ডেস্ক

আমিরাতে শেষ হচ্ছে পরিবারকেন্দ্রিক একচেটিয়া ব্যবসা

সংযুক্ত আরব আমিরাতে বহুদিন ধরে বড় বড় ব্যবসাগুলো নিয়ন্ত্রণ করছে পারিবারিক মালিকানাধীন কয়েকটি কোম্পানি। সেখানে জনপ্রিয় সুপারমার্কেট চেইন থেকে শুরু করে গাড়ির ডিলারশিপের ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিক মূলত তারাই। এর ফলে এসব ব্যবসায় অনেকটা একচেটিয়া আধিপত্য খাটাচ্ছে ব্যবসায়ী পরিবারগুলো। সেই আধিপত্য নির্মূলে কঠোর পদক্ষেপ নিচ্ছে আমিরাত সরকার।

প্রভাবশালী ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসের খবর, আমদানি পণ্য বিক্রিতে একচেটিয়া আধিপত্য আর থাকবে না বলে আমিরাতের বৃহত্তম কয়েকটি পারিবারিক মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানকে জানিয়ে দিয়েছে দেশটির সরকার।

পত্রিকাটি জানিয়েছে, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর চুক্তি স্বয়ংক্রিয়ভাবে পুনর্নবায়ন পদ্ধতি বাতিলে একটি আইন করার প্রস্তাব দিয়েছে আমিরাত সরকার। এই আইন হলে বিদেশি প্রতিষ্ঠানগুলো উপসাগরীয় দেশটিতে নিজেরাই পণ্য বিতরণ অথবা চুক্তি শেষে স্থানীয় এজেন্ট পরিবর্তন করতে পারবে।

নামপ্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে ফিন্যান্সিয়াল টাইমস বলেছে, আমিরাতের নেতারা এই প্রস্তাবের অনুমোদন দেবেন বলে আশা করা হচ্ছে। তবে সেটি কবে হবে তা এখনো অনিশ্চিত। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি আমিরাত সরকার।

সূত্র: ব্লুমবার্গ, এনডিটিভি

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন