শ্রীলঙ্কান নারীকে বিয়ে করতে হলে নিতে হবে ছাড়পত্র | Daily Chandni Bazar শ্রীলঙ্কান নারীকে বিয়ে করতে হলে নিতে হবে ছাড়পত্র | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২১ ১৮:৩৪
শ্রীলঙ্কান নারীকে বিয়ে করতে হলে নিতে হবে ছাড়পত্র
অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কান নারীকে বিয়ে করতে হলে নিতে হবে ছাড়পত্র

যে কোনো বিদেশি নাগরিক শ্রীলঙ্কার কোনো নারীকে বিয়ে করতে গেলে তাকে অবশ্যই দেশটির প্রতিরক্ষা মন্ত্রাণলয় থেকে ছাড়পত্র নিতে হবে। নিরাপত্তাজনিত কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বিরোধীদলীয় ও সিভিল সোসাইটির নেতাদের সমালোচনা সত্ত্বেও আগামী ২০২২ সালের ১ জানুয়ারি থেকে দেশটির নতুন এই আইন কার্যকর হতে যাচ্ছে ।

শ্রীলঙ্কার রেজিস্ট্রার জেনারেল ডব্লিউএমএমবি ওয়েরাসেকেরা গত ১৮ অক্টোবর এক সার্কুলারের মাধ্যমে জানায়, দেশটির জাতীয় নিরাপত্তার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, বিদেশি এবং শ্রীলঙ্কানদের মধ্যে বিয়ে থেকে জাতীয় নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিতে পারে।

এতে আরও বলা হয়েছে, বিয়ের জন্য ‘সিকিউরিটি ক্লিয়ারেন্স রিপোর্ট’ নেওয়ার পর শুধু বিয়ে রেজিস্ট্রি করতে পারবে অতিরিক্ত জেলা রেজিস্ট্রার অফিসে। বলা হয়েছে, সিকিউরিটি ক্লিয়ারেন্স রিপোর্ট প্রমাণ করবে যে বিদেশি পক্ষ গত ছয় মাসে কোনো অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়া থেকে মুক্ত ছিল।

এ সিদ্ধান্ত জানার পর বিষয়টির কঠোর সমালোচনা করছেন বিরোধী দলীয় নেতা ও দেশটির সিভিল সেসাইটির নাগরিকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা। দেশটির আইনপ্রণেতা হর্ষ ডি সিলভা বলেছেন, এটা কি ধরনের বৈষম্য?

দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন যে স্থানীয়দের বিয়েতে বিদেশিদের দ্বারা প্রতারিত হওয়া ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া দরকার। মাদক চোরাচালানের বৃদ্ধির বিষয়টিতেও নজর রাখা সম্ভব হবে এ আইনের মাধ্যমে।

সূত্র: পিটিআই