মান্দায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় তাসমিনার গলায় জয়ের মালা | Daily Chandni Bazar মান্দায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় তাসমিনার গলায় জয়ের মালা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২১ ২৩:২৩
মান্দায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় তাসমিনার গলায় জয়ের মালা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

মান্দায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় 
তাসমিনার গলায় জয়ের মালা

গ্রামবাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতায় একের পর এক সাফল্য অর্জন করে চলেছে কিশোরী তাসমিনা আক্তার (১৪)। তার জয়ের রথকে কেউ থামাতেই পারছে না। মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার আয়োজিত প্রতিযোগিতার জয়ের মুকুটিও উঠেছে তার গলায়। খেলায় ঘোড়া চালানোসহ বিভিন্ন কলাকৌশল দেখিয়ে দর্শকদের মুদ্ধ করেন তাসমিনা। 
কিশোরী তাসমিনা আক্তার নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের চকসুবল গ্রামের ওবাইদুল হক ম-লের মেয়ে। সে ধামইরহাট বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। মাত্র ৭ বছর বয়স থেকে তাসমিনা আক্তার ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে।
মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। সোমবার বিকেলে ইউনিয়নের চকখোপা গ্রামের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৩৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্যে কিশোরী তাসমিনা আক্তার প্রথম স্থান অর্জন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ উপলক্ষে নবনির্বাচিত নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মকলেছুর রহমান মকে। অনুষ্ঠানে কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, ভালাইন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তফা, প্রসাদপুর ইউনিয়নের নারী সদস্য রুপবান বিবি, যুবদলনেতা আব্দুল জলিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন