শাজাহানপুরে বসতবাড়িতে দিন দুপুরে দুর্ধর্ষ চুরির অভিযোগ | Daily Chandni Bazar শাজাহানপুরে বসতবাড়িতে দিন দুপুরে দুর্ধর্ষ চুরির অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২১ ২১:২৭
শাজাহানপুরে বসতবাড়িতে দিন দুপুরে দুর্ধর্ষ চুরির অভিযোগ
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি

শাজাহানপুরে বসতবাড়িতে দিন
 দুপুরে দুর্ধর্ষ চুরির অভিযোগ

বগুড়ার শাজাহনপুর উপজেলার বীরগ্রাম দক্ষিণপাড়া গ্রামে দিন দুপুরে বারান্দার গ্রীল কেটে বসতবাড়ি থেকে স্বার্ণালংকার ও টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়ির মালিক বীরগ্রাম দক্ষিণপাড়ার মুনছুর আলী মন্ডলের ছেলে কাউসার এস ডি রণি (৩৯) শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। 
অভিযোগ সূত্রে জানা গেছে, কাউসার এসডি রণি গতকাল সকাল সোয়া ১১টার দিকে ব্যবসায়িক কাজে রাণীরহাট বন্দরে যান এবং একই সময় তার পরিবারের সদস্যরা বাড়ির বাহির গেট তালা দিয়ে অন্যত্র চলে যান। এরপর বেলা আড়াইটায় বাড়ির মালিক কাউসার এস ডি রনি বাড়িতে এসে দেখেন বাড়ির বাহিরের গেট ভিতর থেকে আটকে দেয়া। এমতাবস্থায় পাশের বাড়ির এক শিশুকে বাউন্ডারী ওয়ালের উপর দিয়ে ভিতরে ঢুকে দিয়ে সদর গেটের দরজা খুলে বাড়ির ভিতরে ঢুকেন এবং দেখতে পান ঘরের বারান্দার গ্রীল কাটা। ঘরে ঢুকে দেখতে পান আলমারীর তালা ভাঙ্গা এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার খোলা। এমতাবস্থায় খোঁজাখুঁজি করে কাউসার এস ডি রণি দেখতে পান অজ্ঞাতনামা চোরেরা তার বাড়িতে থাকা স্বর্ণের তৈরি এক জোড়া বালা, ৩ জোড়া কানের দুল, ১ জোড়া চুরি, ১টি গলার হার, ৭টি গলার চেইন, ৬টি আংটি এবং ৫ লাখ টাকাসহ প্রায় সাড়ে ১১ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় গতকাল বিকেলে শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের হলে থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বিকেল ৪টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন জানিয়েছেন, ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

  দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন