শাজাহানপুরে প্রতিপক্ষের মারপিটে ২ জন আহত | Daily Chandni Bazar শাজাহানপুরে প্রতিপক্ষের মারপিটে ২ জন আহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২১ ২১:২৯
শাজাহানপুরে প্রতিপক্ষের মারপিটে ২ জন আহত
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি

শাজাহানপুরে প্রতিপক্ষের মারপিটে ২ জন আহত

 বগুড়ার শাজাহানপুরে প্রতিপক্ষের মারপিটে দুই জন আহত হয়েছে। এবিষয়ে শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করেছে রোজিন বেগম।

অভিযোগ সুত্র জানাযায় উপজেলার খরনা ইউনিয়নের দেছমা গ্রামের রোজিনা ও লিয়াকত আলী তার বাড়ির সামনে প্রতিপক্ষের মারপিটে আহত হয়। তারা বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিসা নিয়েছে। এ ছাড়াও প্রতিপক্ষ তার বাড়ীর দরজা লাঠি দিয়ে বিভিন্্ন স্থানে ফুটো করে দিয়েছে এবং অকত্য ভাষায় গালিগালজি করেছে। এ ঘটনা বাদী রোজিনা তিন জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছে। আসামীরা একই গ্রামের বিল্লালের ছেলে জোবাইল, আশরাফ ভরটের ছেলে ভ্যান চালক রাজ্জাক, রাজ্জাকের স্ত্রী নার্গিজ। জোবাইল পূর্বে লিয়াত আলীর বাড়ীতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়েছিল। এবিষয়ে চীপ জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালতে মামলা বিচারাধীন রহিয়াছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন