ধুনটে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা গ্রেফতার | Daily Chandni Bazar ধুনটে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২১ ২১:৩১
ধুনটে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা গ্রেফতার
অনলাইন ডেস্ক

ধুনটে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ
মাদক বিক্রেতা গ্রেফতার

বগুড়ার ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ লালন মিয়া (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত লালন মিয়া ধুনট সদরের শাহাপাড়া এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। 

মঙ্গলবার গ্রেফতারকৃত ওই মাদক বিক্রেতার বিরুদ্ধে মামলা দায়েরের পর বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।

থানাসূত্রে জানাযায়, সোমবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই আসাদুজ্জামান ও এসআই রুহুল আমিন খান সঙ্গীয় ফোর্স নিয়ে ধুনট বাজারের গোসাইবাড়ী রোডের সিএনজি স্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় মাদকবিক্রিকালে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ লালন মিয়াকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করলেও অপর আরো ২ মাদক বিক্রেতা পালিয়ে যায়। 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক বিক্রেতা সহ পলাতক আরো ২ মাদক বিক্রেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন