জয়পুরহাটে নারীর ক্ষমতায়ন নিয়ে ‘তথ্য আপা’র বৈঠক | Daily Chandni Bazar জয়পুরহাটে নারীর ক্ষমতায়ন নিয়ে ‘তথ্য আপা’র বৈঠক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২১ ২১:৫৫
জয়পুরহাটে নারীর ক্ষমতায়ন নিয়ে ‘তথ্য আপা’র বৈঠক
জয়পুরহাট ব্যুরো:

জয়পুরহাটে নারীর ক্ষমতায়ন নিয়ে ‘তথ্য আপা’র বৈঠক

জয়পুরহাটের আক্কেলপুরে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ‘নারীর ক্ষমতায়ন ও বাংলাদেশ’ শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে  উপজেলার রুকিন্দীপুর  ইউনিয়নের নলডাঙ্গাতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে আক্কেলপুরে ৫টি ইউনিয়নের ১৪৫ টি গ্রামে ১৮ হাজারের বেশি মহিলাকে নিয়ে কাজ করছে উপজেলা তথ্য কর্মকর্তা ‘তথ্য আপা’।

নারীদের নিয়ে এ উঠান বৈঠকে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়নের চেয়ারম্যান আহসান কবীর এপ্লব, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইদুর রহমান, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সুরাইয়া মুন্নি প্রমুখ। 

জেলা প্রশাসক শরিফুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির জ্ঞানে সমান অধিকার ও সুযোগ দিয়ে নারী সামাজিক অবস্থানকে উন্নত করার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী মাধ্যম হিসাবে অবদান রাখছে আইসিটি। গ্রামের অসহায়, দরিদ্র, সুবিধা বঞ্চিত কিংবা সুবিধা প্রাপ্ত নারীর তথ্যে প্রবেশাধিকার এবং তাদেরকে তথ্য প্রযুক্তির সেবা প্রদান নিঃসন্দেহে নারীর ক্ষমতায়নকে তরান্বিত করবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন