তিন বছরের সন্তানকে বিক্রির চেষ্টা মাদকাসক্ত মায়ের! | Daily Chandni Bazar তিন বছরের সন্তানকে বিক্রির চেষ্টা মাদকাসক্ত মায়ের! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২১ ১৫:১১
তিন বছরের সন্তানকে বিক্রির চেষ্টা মাদকাসক্ত মায়ের!
অনলাইন ডেস্ক

তিন বছরের সন্তানকে বিক্রির চেষ্টা মাদকাসক্ত মায়ের!

অভাবের কারণে নিজের তিন বছরের কন্যা সন্তানকে বিক্রি করে দিতে যাচ্ছিলেন মা। তবে পুলিশের সহায়তায় ওই শিশুকে উদ্ধার করেছেন স্বেচ্ছাসেবীরা। বর্তমানে ওই শিশুকে একটি চাইল্ড কেয়ার হোমে রাখা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ঘটে এ ঘটনা।

গত চার বছর ধরে হেস্টিংস ফ্লাইওভারের তলায় দুস্থ শিশুদের পড়াশোনা শেখায় এক স্বেচ্ছাসেবী সংস্থা। ‘প্রান্তকথা’ নামের সে সংস্থায় কাজ করেন স্থানীয় নারীরা। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বাপ্পাদিত্য মুখোপাধ্যায় জানান, এখানেই মাসি আসমিনা বিবির সঙ্গে রোজ আসতো তিন বছরের আমিনা। ফুটফুটে মেয়েটি তার কোলেই থাকত। ছবি আঁকত। আচমকাই একদিন আসা বন্ধ করে দেয় সে। চিন্তায় পড়ে যান স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা।

শিশুটির মা সালমা মাদকাসক্ত। জন্ম থেকেই মাসির কাছেই মানুষ আমিনা। মা থাকেন রাজস্থানের আজমীর শরিফের কাছে। জানা গিয়েছে, সম্প্রতি মাসিকে ফোন করে আমিনার মা জানান, ‘মেয়েকে এবার আমার কাছে নিয়ে যাবো।’ আসমিনা বিবির বক্তব্য, খবর নিয়ে জানতে পেরেছিলাম চূড়ান্ত অর্থাভাবে ভুগছেন আমার বোন। মেয়েকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। এরপর দ্রুত স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের বিষয়টি জানান আসমিনা।

আমিনার দাদু থাকেন ডায়মন্ড হারবারে। সেখানে তাকে নিয়ে চলে যান সালমা। কলকাতা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন মহুয়া শূর জানিয়েছেন, সোমবার (২৭ ডিসেম্বর) সকালেই ডায়মন্ড হারবার থানার কাছে নির্দেশ গিয়েছিল, অবিলম্বে শিশুটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে নিয়ে আসতে হবে। সেই মতো সোমবার একটি টিম পৌঁছায় ডায়মন্ড হারবারে। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

মহুয়া শূর বলেন, শিশুটির মাসি একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে আমাদের কাছে অভিযোগ করেছিলেন। আমরা খবর পেয়েছি বাচ্চাটিকে আজমীরে বিক্রি করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাচ্চাটি আপাতত আমাদের হোমে রয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন