লঞ্চে আগুন: আরও ৫ দিন সময় চায় তদন্ত কমিটি | Daily Chandni Bazar লঞ্চে আগুন: আরও ৫ দিন সময় চায় তদন্ত কমিটি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২১ ১৫:৩২
লঞ্চে আগুন: আরও ৫ দিন সময় চায় তদন্ত কমিটি
অনলাইন ডেস্ক

লঞ্চে আগুন: আরও ৫ দিন সময় চায় তদন্ত কমিটি

আরও ৫ দিন সময় চায় এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লেগে হতাহতের ঘটনায় গঠিত নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

কমিটিকে দেওয়া তিন কর্মদিবস মঙ্গলবার (২৮ ডিসেম্বর) শেষ হয়েছে। কমিটি আরও পাঁচদিন সময় বাড়ানোর জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করেছে।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে এ তথ্য জানান তদন্ত কমিটির আহ্বায়ক ও নৌ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. তোফায়েল ইসলাম।

তিনি বলেন, আমরা আরও পাঁচদিন সময় বাড়ানোর আবেদন করেছি। এখন মন্ত্রণালয় যে কয়দিন দেয়। এমন একটি ঘটনার সবকিছু পর্যবেক্ষণ করে একটি সমৃদ্ধ প্রতিবেদন দিতে একটু সময় তো লাগেই।

তিনি বলেন, আমরা বরিশাল, ঝালকাঠি, বরগুনা গিয়েছি। আমরা গতকাল সদরঘাটে বসেছিলাম। সেখানে যারা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলেছি। রিপোর্টও লেখা হচ্ছে। মাস্টার যারা সারেন্ডার করেছে তাদের সঙ্গে কথা বলতে পারলে, রিপোর্টটা আরও ভালো হতো। সময় বেশি পেলে আরও ভালোভাবে খোঁজখবর নেওয়া যায়।

গত ২৩ ডিসেম্বর দিনগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এখন পর্যন্ত লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৪২ জন।

এই দুর্ঘটনা তদন্তে ২৪ ডিসেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ) তোফায়েল ইসলামকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। প্রতিবেদন দাখিলে কমিটিকে তিন কর্মদিবস সময় দেওয়া হয়েছিল।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- বরিশাল অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার মো. কফিল উদ্দিন, ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল আলম, নৌপরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার তাইফুর রহমান ভূইয়া, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. কামাল উদ্দিন ভূইয়া ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার পরিচালক মামুন-অর-রশিদ। কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অতিরিক্ত পরিচালক মো. সাইফুল ইসলাম।

প্রাথমিক তদন্ত অনুযায়ী ইঞ্জিন রুম থেকেই এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল বলে এরই মধ্যে জানিয়েছেন তদন্ত কমিটির আহ্বায়ক তোফায়েল ইসলাম।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন