বগুড়ায় বাস থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা | Daily Chandni Bazar বগুড়ায় বাস থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২১ ২২:৫৭
বগুড়ায় বাস থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় বাস থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

বগুড়া শহরের ঠেঙ্গামারা নামক স্থানে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে শফিকুল ইসলাম (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে নিহত শফিকুল ইসলাম নীলফামারি জেলার ডিমলা উপজেলার নওতারা গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামিম হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহতের বড় ভাই শহিদুল ইসলাম জানান, তারা দুই ভাই কাজের উদ্দ্যেশে নীলফামারী থেকে কুমিল্লা গামী তাসিন পরিবহনের একটি বাসে রওনা দেন। বাসটি বগুড়া -রংপুর মহাসড়কে ঠেঙ্গামারা এলাকায় পৌঁছিলে শফিকুল চলন্ত বাস থেকে জানালা দিয়ে লাফ দিয়ে মহাসড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। এসময় হাইওয়ে টহল পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের বড় ভাই বলেন শফিকুল মানসিক প্রতিবন্ধি ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন