সাপমারা ইউপির কৌচাকৃষ্ণপুর কেন্দ্রের ভোট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar সাপমারা ইউপির কৌচাকৃষ্ণপুর কেন্দ্রের ভোট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২১ ২৩:০৪
সাপমারা ইউপির কৌচাকৃষ্ণপুর কেন্দ্রের ভোট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
ষ্টাফ রিপোর্টার

সাপমারা ইউপির কৌচাকৃষ্ণপুর কেন্দ্রের ভোট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৫ নম্বর সাপমারা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কৌচাকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রকৃত বিজয়ীর পরিবর্তে পরাজিত প্রার্থীকে ষড়যন্ত্র করে বিজয়ী ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সদস্য প্রার্থী মো. লাইজু মিয়া। 
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ প্রেস ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন অনিয়মের প্রমাণ তুলে ধরে বক্তব্য রাখেন পরাজিত ইউপি সদস্য প্রার্থী লাইজু মিয়া ও তাঁর দুই জন নির্বাচনী এজেন্ট। সম্মেলনে তারা অভিযুক্ত কেন্দ্রের ফলাফল বাতিল, ব্যালট পেপার পুন বছাই-গণনা ও পুনরায় ভোট গ্রহণের দাবি জানান।
বক্তারা বলেন, বিকালে নির্বাচন শেষে ভোট গণনার সময় প্রায় ১১০টি জাল-অবৈধ ইউপি সদস্য সাধারণ পদের ব্যালট উদ্ধার করে। ভোটগ্রহণ কর্মকর্তারা ওই ১১০টি ব্যালট পেপারে বৈধ সিলীমোহর ও কর্মকর্তাদের স্বাক্ষর না থাকায় তা বাতিল করে। এর ফলে টিউবয়েল মার্কার প্রার্থী লাইজু মিয়া ৬ ভোটে বিজয়ী হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকের প্রার্থী ও তার এজন্টদের দ্বারা প্রভাবিত হয়ে কৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় ফলাফল ঘোষণা না করেই উপজেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে আসেন। সেখানে প্রভাবিত হয়ে পূর্বের বাতিলকৃত ১১০টি অবৈধ ও জাল ব্যালট গণনায় নিয়ে মোরগ মার্কার প্রার্থীকে বিজয়ীর লিখিত কাগজ প্রদান করেন। বিতরণকৃত ওই ফলাফল সীটে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের কোনো এজেন্টের সই স্বাক্ষর দেয়া হয়নি।
এর আগে ভোটের দিনই এমন অভিযোগের ভিত্তিতে ওই কেন্দ্রের ফলাফল বাতিল, ব্যালট পেপার পুন: যাচাই ও ভোট গণনার দাবিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন জমা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন