
বগুড়ার শিবগঞ্জে দেড় শতাধিক দরিদ্র মানুষকে কম্বল উপহার দিয়েছে ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম (ইউএই) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের জামুরহাট মাদ্রাসা মাঠে স্থানীয় দরিদ্র মানুষদের কম্বল উপহার হিসেবে দেওয়া হয়।
সংগঠনটির সদস্য ও উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা পল্লব ঘোষের সার্বিক ব্যবস্থাপনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বুড়িগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চঞ্চল। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি শাজাহান মন্ডল ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সোহান হোসেন প্রমুখ। মানবিক এই্ উদ্যোগ প্রসঙ্গে পল্লব ঘোষ জানান, ভাল কাজের জন্যে শুধুমাত্র একটি উদ্যোগের প্রয়োজন যাতে করে উপকৃত হয় অসংখ্য মানুষ। এই শীতে সরকারের পাশাপাশি শীতার্ত মানুষের সহযোগিতায় তিনি সমাজের সকল সেচ্ছাসেবী সংগঠন ও সামর্থ্যবান মানুষদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন