নেকটার বগুড়ায় বর্ণাঢ্য দুর্নীতিবিরোধী র‌্যালী অনুষ্ঠিত | Daily Chandni Bazar নেকটার বগুড়ায় বর্ণাঢ্য দুর্নীতিবিরোধী র‌্যালী অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২১ ২৩:১৩
নেকটার বগুড়ায় বর্ণাঢ্য দুর্নীতিবিরোধী র‌্যালী অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার

নেকটার বগুড়ায় বর্ণাঢ্য
দুর্নীতিবিরোধী র‌্যালী অনুষ্ঠিত

 'দুর্নীতিকে না বলুন' এবং 'দুর্নীতিকে রুখতেই হবে' স্লোগানকে সামনে রেখে জাতীয় শুদ্ধাচার কর্মকৌশল এর অংশ হিসেবে বগুড়ায় জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) এর আয়োজনে বুধবার সকালে এক বর্ণাঢ্য দুর্নীতিবিরোধী র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

নেকটার বগুড়ার পরিচালক মো: শাফিউল ইসলাম (উপ-সচিব) এর নেতৃত্বে র‌্যালীটি ফুলতলা ও আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে নেকটার ক্যাম্পাসে এসে শেষ হয়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নেকটার বগুড়ার উপ-পরিচালক আলহাজ¦ মুহাম্মদ মাহমুদুর রহমান, সিনিয়র প্রশিক্ষক আবু মুসা, প্রশিক্ষক আব্দুল আলিম, পরীক্ষা নিয়ন্ত্রক ফজলে রাব্বী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (প্রশিক্ষণ বিভাগ) জয়নাল আবেদীনসহ অন্যান্য প্রশিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ প্রসঙ্গে নেকটার বগুড়ার উপ-পরিচালক মাহমুদুর রহমান বলেন, সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরেই শুদ্ধতার চর্চা করতে হবে। দুর্নীতি কে রুখে দিতে পারলেই দৃশ্যমান গতিতে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনসহ গড়ে উঠবে সোনার বাংলাদেশ। নেকটার বগুড়ার পরিচালকের নেতৃত্বে সারাদেশে একমাত্র গবেষণা একাডেমী হিসেবে নেকটার বগুড়া সর্বদাই স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে আইটি খাতকে ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যা অনুকরণীয়। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন