রিলায়েন্সের নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত মুকেশ আম্বানির | Daily Chandni Bazar রিলায়েন্সের নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত মুকেশ আম্বানির | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২১ ১৪:০৯
রিলায়েন্সের নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত মুকেশ আম্বানির
অনলাইন ডেস্ক

রিলায়েন্সের নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত মুকেশ আম্বানির

ভারতের সবচেয়ে ধনী শিল্পগোষ্ঠী রিলায়েন্সের শীর্ষ নেতৃত্ব তরুণদের হাতে তুলে দিতে চান মুকেশ আম্বানি। সেক্ষেত্রে নিজেও প্রতিষ্ঠানটির শীর্ষপদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। আম্বানির পর রিলায়েন্সের শীর্ষপদে তার তিন সন্তানের কাউকেই দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। খবর এনডিটিভির।

৬৪ বছর বয়সী মুকেশ আম্বানি আগে কখনোই ভারতের শীর্ষ শিল্পগোষ্ঠীর নেতৃত্বে পরিবর্তন নিয়ে কথা বলেননি। গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রিলায়েন্সের ফ্যামিলি ডে’তে প্রথমবারের মতো এই বিষয়ে নিজের আগ্রহের কথা জানিয়েছেন তিনি।

বিশ্বের অন্যতম শীর্ষধনী এদিন বলেছেন, বড় স্বপ্ন এবং অসম্ভব দর্শনীয় লক্ষ্য অর্জনে দরকার সঠিক মানুষ ও সঠিক নেতৃত্ব। রিলায়েন্স এখন অতিগুরুত্বপূর্ণ নেতৃত্ব হস্তান্তর প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

তিনি বলেন, এখন আমিসহ সব সিনিয়রের উচিত দক্ষ, দায়িত্ববান এবং প্রতিশ্রুতিশীল তরুণদের হাতে নেতৃত্ব সমর্পণ করা। আমাদের উচিত তাদের দিকনির্দেশনা দেওয়া, তাদের সক্রিয় করা, উৎসাহ দেওয়া, তাদের ক্ষমতা বাড়ানো... এবং ভালো কাজ করলে পেছনে থেকে সাধুবাদ জানানো।

অবশ্য কবে নাগাদ রিলায়েন্সের নেতৃত্বে পরিবর্তন আসতে পারে তা নিশ্চিত করেননি মুকেশ আম্বানি। তার পরে প্রতিষ্ঠানটির শীর্ষপদে কে আসবেন সেটিও বলেননি।

ভারতীয় এই ধনকুবেরের তিন সন্তান- আকাশ, ইশা এবং অনন্ত। তাদের প্রসঙ্গে আম্বানির বক্তব্য, আমার সন্দেহ নেই যে আকাশ, ইশা ও অনন্ত পরবর্তী প্রজন্মের নেতা হিসেবে রিলায়েন্সকে আরও উচ্চতায় নিয়ে যাবে। তাদের মধ্যে আমি একই স্ফুলিঙ্গ ও সম্ভাবনা দেখেছি, যা আমার বাবার মধ্যে ছিল। এটি ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার পাশাপাশি লাখ লাখ মানুষের জীবন বদলে দিয়েছে।

তিনি বলেন, আসুন, আমরা সবাই তাদের সৌভাগ্য কামনা করি, যেন রিলায়েন্সকে আরও সফল করে তোলা যায় এবং আরও বেশি প্রশংসা পাওয়া যায়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন