আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার | Daily Chandni Bazar আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২১ ১৪:২২
আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক

আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর শ্যামলীতে একটি আবাসিক হোটেল থেকে সোহেল (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোহেল নোয়াখালীর সদর থানার খাটিয়া গ্রামের বাসিন্দা আব্বাস উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সোহেল ২ থেকে ৩ দিন আগে শ্যামলীর খিলজি রোডের ‘আল-হাসান আবাসিক হোটেলে’ ওঠেন। পরে বুধবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে তার রুমের দরজা বন্ধ থাকায় রাতে হোটেলের কর্মচারীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হোটেলের দ্বিতীয় তলার ১১৩ নম্বর কক্ষের দরজা ভেঙে দেখা যায় ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে মরদেহটি উদ্ধার করে আইনিপ্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও বলেন, নিহত সোহেলের মোবাইল থেকে নম্বর সংগ্রহ করে তার বাবার সঙ্গে কথা বলেছি। তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এক প্রশ্নের জবাবে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, ওই যুবকের মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন