
৫জানুয়ারী ইউপি নির্বাচন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন মিঠুর নৌকা মার্কায় ভোট চেয়ে হাতিবান্ধা বাজারে গণসংযোগ করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলু। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন মিঠু, জেলা পরিষদের সদস্য এ.আই ফয়সাল খান জনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মামুনুর রশিদ রয়েল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মশিউর রহমান বিপ্লব, পৌর শ্রমিকলীগের সহ-সভাপতি রতন পাইকার, যুবলীগ নেতা সাগর মিয়া, রাজিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন