জয়পুরহাটে বেকারদের বিনা মূল্যে ভ্যান দিল জেলা পরিষদ | Daily Chandni Bazar জয়পুরহাটে বেকারদের বিনা মূল্যে ভ্যান দিল জেলা পরিষদ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২১ ২০:১৬
জয়পুরহাটে বেকারদের বিনা মূল্যে ভ্যান দিল জেলা পরিষদ
জয়পুরহাট ব্যুরো:

জয়পুরহাটে বেকারদের বিনা মূল্যে ভ্যান  দিল জেলা পরিষদ

জয়পুরহাটে বেকারদের মধ্যে বিনামূল্যে ভ্যান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলা পরিষদের উদ্যোগে এসব ভ্যানগুলো বিতরণ করা হয়।

জেলা পরিষদ চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত রফিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জয়পুরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট,জেলা পরিষদের সদস্য জিন্নাতুন নেছা প্রমুখ।

ভ্যান পেয়ে খুশি হয়ে আব্দুর রাজ্জাক বলেন, অভাব-অনটনের সংসারে তেমন কোনো ভূমিকা রাখতে পারতাম না। এখন থেকে আমি সংসারে আয় রোজগারের ভূমিকা রাখতে পারব।

জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট বলেন,দরিদ্র বিমোচনের অঙ্গীকার শেখ হাসিনার উপহার এই শ্লোগানে সরকার বেকারদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। বেকারদের  স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে। সরকারের পাশাপাশি আমরা সবাই মিলে উদ্যোগ নিলে এই অসহায় বেকার যুবকদের দুর্ভোগ অনেকটা কমানো সম্ভব।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন