বগুড়ায় এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রের আত্মহত্যা | Daily Chandni Bazar বগুড়ায় এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রের আত্মহত্যা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২১ ২১:৩২
বগুড়ায় এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রের আত্মহত্যা
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

 বগুড়ায় এসএসসি পরীক্ষায় 
ফেল করায় ছাত্রের আত্মহত্যা

 বগুড়ায় এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্র ট্রেনের ইঞ্জিন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। জানা যায়, শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউপির কালিতলা ডুমড়াপুর গ্রামের সামছুল আলমের পুত্র সৌরভ হোসেন (১৮)। গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার বড় আখিড়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সৌরভ আদমদীঘিতে নানার বাড়ীতে থাকার সুবাদে ওখানে একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
গত বৃহস্পতিবার এসএসসি পরীক্ষায় রেজাল্ট প্রকাশ হলে সে পাস করতে পারেনি জানতে পারেন। এ কারণে অভিমান করে নানার বাড়ী থেকে বাবার বাড়ী শিবগঞ্জের উদ্দেশ্যে ওই দিন দোলনচাপা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে উঠে বগুড়ার দিকে যাচ্ছিলেন। এসময় ট্রেনটি আদমদীঘির উপজেলার বড় আখিড়া রেলগেট এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিন থেকে সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে।
 খবর পেয়ে ওই দিন বিকালে তার দ্বি-খন্ডিত মরদেহ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানা। তার প্যান্টের পকেটে পাওয়া মোবাইল থেকে নিহত সৌরভের বাবাকে বিষয়টি জানানো হয়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন