দুপচাঁচিয়ায় ৫টি ইউপিতে চেয়ারম্যান প্রার্থী বেশির ভাগই ব্যবসায়ী | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় ৫টি ইউপিতে চেয়ারম্যান প্রার্থী বেশির ভাগই ব্যবসায়ী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২১ ২১:৩৯
দুপচাঁচিয়ায় ৫টি ইউপিতে চেয়ারম্যান প্রার্থী বেশির ভাগই ব্যবসায়ী
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় ৫টি ইউপিতে চেয়ারম্যান প্রার্থী বেশির ভাগই ব্যবসায়ী

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে পঞ্চম ধাপে আগামী ৫জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আ’লীগ মনোনীত পাঁচজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বিএনপি ও জামায়াতে ইসলামী দলীয়ভাবে এ নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র পরিচয়ে চেয়ারম্যান পদে এ নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীরা স্ব স্ব দলীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও নির্বাচন অফিসে পেশার স্থলে বেশির ভাগই প্রার্থী ব্যবসা উল্লেখ করেছেন। এছাড়া অবসরপ্রাপ্ত চাকুরীজীবী, কৃষি ও শ্রমিকও রয়েছেন। উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ২১জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৮জন প্রার্থী ব্যবসায়ী, ৯জন ব্যবসায়ী ও কৃষক, একজন অবসরপ্রাপ্ত চাকুরীজীবী, একজন শ্রমিক, একজন মৎস্যজীবী ও একজন বেসরকারী চাকুরীজীবী রয়েছেন। এ নির্বাচনকে সামনে রেখে উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে প্রার্থীদের কর্মী ও সমর্থকদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে। সব মিলিয়ে এ পাঁচ ইউনিয়নে এখন ভোটের উৎসব আমেজ বিরাজ করছে। 
উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা খাতুন জানান, উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন