
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে পঞ্চম ধাপে আগামী ৫জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আ’লীগ মনোনীত পাঁচজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বিএনপি ও জামায়াতে ইসলামী দলীয়ভাবে এ নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র পরিচয়ে চেয়ারম্যান পদে এ নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীরা স্ব স্ব দলীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও নির্বাচন অফিসে পেশার স্থলে বেশির ভাগই প্রার্থী ব্যবসা উল্লেখ করেছেন। এছাড়া অবসরপ্রাপ্ত চাকুরীজীবী, কৃষি ও শ্রমিকও রয়েছেন। উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ২১জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৮জন প্রার্থী ব্যবসায়ী, ৯জন ব্যবসায়ী ও কৃষক, একজন অবসরপ্রাপ্ত চাকুরীজীবী, একজন শ্রমিক, একজন মৎস্যজীবী ও একজন বেসরকারী চাকুরীজীবী রয়েছেন। এ নির্বাচনকে সামনে রেখে উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে প্রার্থীদের কর্মী ও সমর্থকদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে। সব মিলিয়ে এ পাঁচ ইউনিয়নে এখন ভোটের উৎসব আমেজ বিরাজ করছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা খাতুন জানান, উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন