
শুক্রবার সকালে বগুড়া লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের উদ্যোগে শতাধিক মানুষের ডায়াবেটিস টেস্ট ও প্রেসার পরিমাপ করা হয়েছে। এদিন সকালে "ভালবাসি দেশকে সেবা করি মানুষকে " স্লোগানে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ২ বাংলাদেশ এর মাননীয় গভর্নর লায়ন জালাল আহমেদ এমজেএফ ও সাবেক গভর্নর লায়ন মোজাম্মেল হক লালু পিএমজেএফ এর অনুপ্রেরণায়, নির্দেশনায় ও সহযোগিতায় লায়নীজম এর মানবসেবা কার্যক্রম এগিয়ে নিতে বছরের শেষ দিন ২০২১কে বিদায় জানিয়ে জলেশ্বরীতলা ডিসি অফিস চত্বরে ডায়াবেটিস টেস্ট ও প্রেসার পরিমাপ ক্যাম্প করা হয়।
লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের আয়োজনে ও জলেশ্বরীতলা সূর্যোদয় ব্যায়াম সংঘের সহযোগিতায় অনুষ্ঠানের উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারপারসন হেডকোয়ার্টার লায়ন আতিকুর রহমান মিঠু। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি রবিউল আলম অশ্রু, ট্রেজারার শাহান বারী,ডিরেক্টর হাফিজ মোহাম্মদ এজাজ, নজরুল ইসলাম, গোলাম রহমান শরীফ, মাহবুবুর রহমান, শিরিন সুলতানা, উম্মে হাবিবা, সূর্যোদয় ব্যায়াম সংঘের, মিজানুর রহমান মিজান, মিলটন রহমান, সঞ্জয় কুমার দে, তুহিন মিয়া, আশিকুর রহমান তুহিন, আবুল কালাম , ইমামুল ইসলাম, হরি বাহাদুর,মতিয়ার রহমান , বজলুর রহমান, রফিকুল ইসলাম, আব্দুল করিম, তাজুল ইসলাম, তমাল, জহুরুল ইসলাম, মোজাফফর রহমান, ডা: বাহালুল আলম বাদল, সুজন রহমান, রোকনুজ্জামান মুন্সি তুহিন, ডায়াবেটিস টেস্টে সহযোগিতা করেন আকবর আলী ও শামীমা। এবারের ডায়াবেটিস ক্যাম্পে ১২০ জনকে সেবা দেওয়া হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন