নওগাঁ সাহিত্য পরিষদ’র ৩য় বর্ষপূর্তী ও সাহিত্য সম্মেলন | Daily Chandni Bazar নওগাঁ সাহিত্য পরিষদ’র ৩য় বর্ষপূর্তী ও সাহিত্য সম্মেলন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২১ ২১:৫৪
নওগাঁ সাহিত্য পরিষদ’র ৩য় বর্ষপূর্তী ও সাহিত্য সম্মেলন
ষ্টাফ রিপোর্টার

নওগাঁ সাহিত্য পরিষদ’র ৩য় বর্ষপূর্তী ও সাহিত্য সম্মেলন

বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী নওগাঁ সাহিত্য পরিষদ এর ৩য় বর্ষপূর্তী উদযাপন ও সাহিত্য সম্মেলন -২০২১ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ।

পরে শোভাযাত্রাটি মুক্তির মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী প্যারিমোহন সাধারণ গ্রন্থাগারে গিয়ে শেষ হয়। গ্রন্থাগার মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় নওগাঁ সাহিত্য পরিষদ এর নবগঠিত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বদলগাছী বঙ্গবন্ধু সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. ফাল্গুনী রানী চক্রবর্তী’র সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন- নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম ফজলে রাব্বী বকু। আলোচক ছিলেন নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান গবেষক ড. মোহাম্মদ শামসুল আলম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক আশরাফুল নয়ন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি অরিন্দম মাহমুদ, রবিউল মাহমুদ ও সুস্মিতা সাহা। দুপুরে মধ্যাহ্নভোজ হয়। এরপর দুপুর ২টায় কবি ও কবিতাকথন শুরু হয়।

পরে নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি হাবিব রতন এর সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। যেখানে প্রধান আলোচক ছিলেন- কবি ও প্রাবন্ধিক শিবলী মোকতাদির। আলোচক ছিলেন- বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সাবেক প্রফেসর মীর আবদুর রাজজাক, নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার কবি ও গল্পকার মো. গাজিউর রহমান, নওগাঁ এনডিসি কবি ও গল্পকার সহস্র সুমন, নাটোর বাউয়েট ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক কবি ও শিশু সাহিত্যিক প্রত্যয় হামিদ, নওগাঁ সরকারি কলেজের সহকারী অধ্যাপক কবি তামিম মাহমুদ সিদ্দিক। সঞ্চালনায় ছিলেন- অনিন্দ্য তুহিন, রিমন মোরশেদ ও মারিয়া নূর। দিনব্যাপী অনুষ্ঠানমালায় কবি, কবিতা ও সাহিত্য পরিষদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মোট ৭০জন কবি-সাহিত্যিক অংশ নেয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন বলেন, সাহিত্য হোক আমাদের সম্প্রীতির বন্ধন।আর নওগাঁ বাংলা প্রাচীন সাহিত্যের চর্চা কেন্দ্র। বাংলা সাহিত্যের আদি নির্দশন চর্যাপদ। এখনো এ অঞ্চলের মানুষের মুখে মুখে বহমান। এই অঞ্চলের মাটিতে এসে অনেক সাহিত্যিক গুনিজন তাদের বিখ্যাত সাহিত্য কর্ম সৃষ্টি করেছেন। তারই ধারাবাহিকতা বজায় রাখতে নওগাঁ সাহিত্য পরিষদ নতুন ভাবে পথচলা শুরু করেছে। আমরা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন