ব্যাংকার অতুল সাহার সহধর্মিণী জবা সাহার পরলোকগমন | Daily Chandni Bazar ব্যাংকার অতুল সাহার সহধর্মিণী জবা সাহার পরলোকগমন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২১ ২১:৫৭
ব্যাংকার অতুল সাহার সহধর্মিণী জবা সাহার পরলোকগমন
খবর বিজ্ঞপ্তির

ব্যাংকার অতুল সাহার সহধর্মিণী
জবা সাহার পরলোকগমন

ব্রাক ব্যাংক বগুড়ার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সহ-সভাপতি অতুল কুমার সাহা'র সহধর্মিণী এবং বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী অরবিন্দু সাহা বাবলু'র কণিষ্ঠ কণ্যা জবা সাহা (৪০) পরলোকগমন করেছেন। শুক্রবার সকাল সোয়া দশটায় বগুড়ায় স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্বামী, ছোট এক ছেলেসহ অসংখ্য আত্মীয় ও শুভাকাঙ্খী রেখে গেছেন। এদিকে জবা সাহার অকাল মৃত্যুতে তার আত্মার শান্তি কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ও বগুড়া জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, সাধারণ সম্পাদক নির্মল রায়, জেলা শাখার সাবেক সভাপতি দিলীপ কুমার দেব, গীতা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ ব্যাংক বগুড়ার সাবেক নির্বাহী পরিচালক স্বপন কুমার রায়, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, এ্যাড. বিজন সাহা, গোপাল তেওয়ারী, পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সহ-সভাপতি যথাক্রমে সুজিত জয়সোয়াল ও গোপাল চন্দ্র পালিত শংকর, সাধারণ সম্পাদক সুজিত তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জু রায়, মিথন রায়, সাংগঠনিক সম্পাদক শেখর রায়, দপ্তর সম্পাদক অরুপ রতন, কার্যনির্বাহী সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল দাস, ব্রাক ব্যাংকের বিজনেস হেড রফিকুল ইসলাম, হেড অফ ইমার্জিন ইন্দ্রজিৎ সুর, ব্যাংকের ক্লাস্টার ম্যানেজার ইকবাল হোসেন, এলআইসি বগুড়ার ইনচার্জ শ্যাম সুন্দর সাহা, এনজিও ফোরামের রাজশাহী বিভাগীয় প্রধান ড. রেজওয়ান আহম্মেদ, গীতা সংঘের সভাপতি রঞ্জিত কুমার কবিরাজ, মুকুন্দ গোসাই আশ্রমের সভাপতি মণিন্দ্রনাথ মহন্ত প্রমুখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন