মদপানে রুয়েট শিক্ষার্থীর মৃত্যু | Daily Chandni Bazar মদপানে রুয়েট শিক্ষার্থীর মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ জানুয়ারী, ২০২২ ১৪:১৬
মদপানে রুয়েট শিক্ষার্থীর মৃত্যু
অনলাইন ডেস্ক

মদপানে রুয়েট শিক্ষার্থীর মৃত্যু

ভেজাল মদপান করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মাসরুর মুহিত (২৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (৩ জানুয়ারী) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তুহিন।

তিনি বলেন, রোববার (২ জানুয়ারি) রাত সোয়া একটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। ওই শিক্ষার্থী অতিরিক্ত মদ্যপান করে নাকি ভেজাল মদ খেয়ে মারা গেছেন সেটা ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।

মুহিতের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মুকুন্দগাঁতী গ্রামে। তিনি থানাধীন তালাইমাড়ীর বিএসবি ছাত্রাবাসে থাকতেন।

এদিকে মামলা সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টা ১৫ মিনিটে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ছাত্র মাসরুর মুহিতকে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজের ১৬নং ওয়ার্ডে ভর্তি করানো হয়। ভর্তি অবস্থায় রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়।

কর্তব্যরত চিকিৎসক জানান, মদপানে তার মৃত্যু হয়েছে।

মতিহার থানার ওসি জানান, এ বিষয়ে পুলিশ বাদী হয়ে নগরীর মতিহার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। কোথা থেকে এবং কিভাবে শিক্ষার্থীরা ভেজাল মদ সংগ্রহ করেছে তার তদন্ত চলছে। অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন