লঞ্চে অগ্নিকাণ্ড: দগ্ধ আরও একজনের মৃত্যু | Daily Chandni Bazar লঞ্চে অগ্নিকাণ্ড: দগ্ধ আরও একজনের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ জানুয়ারী, ২০২২ ১৪:২০
লঞ্চে অগ্নিকাণ্ড: দগ্ধ আরও একজনের মৃত্যু
অনলাইন ডেস্ক

লঞ্চে অগ্নিকাণ্ড: দগ্ধ আরও একজনের মৃত্যু

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ মো. রাসেল (৩৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাসেলের শরীরের ১৮ শতাংশ দগ্ধ ছিল। তিনি আইসিউতে চিকিৎসাধীন ছিলেন।

গত ২৩ ডিসেম্বর দিনগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় প্রায় অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত রয়েছেন শতাধিক যাত্রী, নিখোঁজও আছেন অনেকে। আহতদের রাজধানীসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

লঞ্চের একাধিক যাত্রী জানান, রাত ৩টার দিকে লঞ্চের ইঞ্জিনরুমে হঠাৎ আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এসময় লঞ্চে বেশ কয়েকজন যাত্রী দগ্ধ হন। প্রাণে বাঁচতে বেশ কয়েকজন নদীতে ঝাঁপ দেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন