এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার | Daily Chandni Bazar এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ জানুয়ারী, ২০২২ ১৪:২১
এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার
অনলাইন ডেস্ক

এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

নতুন বছরের প্রথম মাস জানুয়ারির জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির নতুন দাম আগামীকাল সোমবার (৩ জানুয়ারি) ঘোষণা করা হবে।

রোববার (২ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি অ্যান্ড রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকোর ঘোষিত নতুন বছরের জানুয়ারির জন্য সৌদি সিপি অনুযায়ী ভোক্তাপর্যায়ে এলপিজির মূল্য সমন্বয়ক সম্পর্কে বাংলাদেশ এনার্জি অ্যান্ড রেগুলেটরি কমিশনের নির্দেশনা সোমবার সকালে ঘোষণা করা হবে।

এদিকে, বছরের শুরুতেই এলপিজির দাম কমিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। দেশটিতে ১৯ কেজির সিলিন্ডারপ্রতি কমানো হয়েছে ১০২ রুপি।

ভারতের সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দিল্লিতে যে সিলিন্ডার বিক্রি হতো দুই হাজার ১০১ রুপিতে, তার দাম কমে ২ জানুয়ারি থেকে বিক্রি হচ্ছে এক হাজার ৯৯৮ রুপিতে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন