সাঘাটায় ইউপি নির্বাচন শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি, কেন্দ্রে সরঞ্জামাদি প্রেরণ | Daily Chandni Bazar সাঘাটায় ইউপি নির্বাচন শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি, কেন্দ্রে সরঞ্জামাদি প্রেরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২২ ২২:৫৭
সাঘাটায় ইউপি নির্বাচন শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি, কেন্দ্রে সরঞ্জামাদি প্রেরণ
সাঘাটা (গাইবান্ধা) উপজেলা প্রতিনিধিঃ

সাঘাটায় ইউপি নির্বাচন শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি, কেন্দ্রে  সরঞ্জামাদি প্রেরণ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ৯ টি ইউনিয়নে ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে অনুষ্ঠিত হবে।দুটি ইউনিয়নে ইভিএম ও ৭ টি ইউনিয়নে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট হবে। ইতিমধ্যে উপজেলার ৯১ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার স্বচ্ছ ব্যালট বাক্স ও ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জামাদি বুঝে নিয়েছেন। শান্তিপূর্ণ ভোট গ্রহণে নির্বাচনী এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সদস্য ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বোনারপাড়া কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাঘাটা উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আবু সাঈদ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন