কাউনিয়ায় চিপস কারাখানা বন্ধ, ৩০হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar কাউনিয়ায় চিপস কারাখানা বন্ধ, ৩০হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২২ ২৩:০০
কাউনিয়ায় চিপস কারাখানা বন্ধ, ৩০হাজার টাকা জরিমানা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়ায় চিপস কারাখানা বন্ধ, ৩০হাজার টাকা জরিমানা

কাউনিয়ার বেইলী ব্রীজ এলাকায় লাইসেন্স বিহীন চিপস কারাখানা বন্ধ,৩০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১মাসের জেল প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন।
ভ্রাম্যমান আদালতের পেশকার ফারুক হোসাইন জানান, গত সোমবার বিকেলে শহীদবাগ ইউনিয়নের বেইলিব্রিজ বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লাইসেন্স বিহীন একটি চিপস, লিচি সহ বিভিন্ন পন্য উৎপাদন কারী কারখানা বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা তারিন। কারখানা মালিক মফিজুল ইসলাম কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান সহ পুলিশের একটি টিম এ অভিযানে সহায়তা করেন। উপজেলা নিবার্হী অফিসার তাহমিনা তারিন বলেন, ভোক্তা অধিকার আইন মেনে কারখানায় পন্য উৎপাদন করতে হবে। বন্ধ কারখানাটি পুলিশের নজরদারীতে থাকবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন