বগুড়ায় নতুন করে করোনায় আক্রান্ত ৬ | Daily Chandni Bazar বগুড়ায় নতুন করে করোনায় আক্রান্ত ৬ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২২ ২৩:০২
বগুড়ায় নতুন করে করোনায় আক্রান্ত ৬
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় নতুন করে করোনায় আক্রান্ত ৬

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হলেও নতুন করে ৬ জন আক্রান্ত হয়েছে। 

মঙ্গলবার বগুড়া সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, ৮৪টি নমুনা পরীক্ষায় নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ২ জন, টিএমএসএস মেডিকেল কলেজে ৩জন এবং একজন জিন এক্সপার্ট টেস্টে আক্রান্ত হন। নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৩জন, গাবতলী উপজেলায় ২জন, শেরপুরে ১ জন। 
এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলো ২১ হাজার ৮২২জন। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ২ জন। মোট সুস্থ হলো ২১ হাজার ১৪৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা না যাওয়ায় মোট মৃত্যু ৬৮৬ জনে অপরিবর্তিত রয়েছে।
এছাড়া জেলার তিন হাসপাতালে করোনায় ৩৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ১১, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২০, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৩ জন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন